Internet freelancing-এর মাধ্যমে আপনি অতি সহজে অনলাইনে যথেস্ট টাকা আয় করতে পারেন।এজন্য আপনাকে smart হতে হবে। মানে কোন নতুন কাজের স্ম্মুখীন হলে নিজের মেধাকে কাজে লাগিয়ে শিখে নিতে হবে।Online আপনি যেকোন subject-এর উপ র পযাপ্ত tutorials পাবেন। আপনি একটু study করলেই এগুলো শিখে ফেলতে পারবেন। আমার কিন্ত কোন computer related subject-এ graduation নেই, কোন course-এর certificate-ও নেই। আমি সব কিছু নিজে নিজে পড়াশোনা করে শিখেছি।
GetAFreelancer-এ আমার Buyer আমাকে এমন কোন কাজ দিলে যা আমি কখনও করিনি। আমি প্রথমে সে বিষয়ে নিজে নিজে পড়াশোনা করে শিখে নেই। একটু চেস্টা করলে আপনিও যেকোন বিষয় শিখে ফেলতে পারবেন।
যাহক, Internet freelancing-কাজ করার জন্য যে সকল বিসয়ে পারদশী হতে হবে, তা হলোঃ
- Webpage Designing
- Webpage Development
- CMS (WordPress, Joomla, Drupal etc)
- Programming Knowledge
- Website Research
- Website Promotion
- Search Engine Optimization
- Link Building
- Forum Posting
- Blog Commenting
- Craigslist Posting
- Photoshop (Logo design)
- 3D Animation
- Microsoft word/Excell/access/powerpont
- Data entry
- Free sign up
তাছাড়া আপনাকে অবশ্য English পরতে এবং লিখতে পারদশী হতে হবে। Student, Teacher, Service holder, housewife-যে কেউ Freelancing কাজ করতে পারেন। এজন্য আপনার ইছাশক্তিই যথেস্ত। শুধু থাকতে হবে internet connected computer.
আমার blog নিয়মিত পড়ুন। আশা করি আপনি উপকৃ্ত হবেন।উপরোক্ত সকল বিষয়ে আপনি আমার Help পাবেন। আশা করি আমি আমার কথা রাখতে পারব। এজন্য আপনাদের সহযোগিতা কাম্য।
Subscribe to my RSS feed Right now!!!!!!!!!!!!!
It’s your turn to make money online by freelancing like other successful freelancer from Bangladesh. Yes, you will also succeed in the long run. Hope for the best.
No comments:
Post a Comment